আবু জুয়েল নূর খান,- আলীকদম।শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী । দূর্গম পাহাড়ি এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অব্যস্থ।বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে বিশেষ করে আলীকদম সেনাজোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ ঘটিকায় রিজিয়ন কমান্ডার বান্দরবান কর্তৃক আলীকদম ম্রো কমপ্লেক্সে সর্বমোট ১৩০জন শিক্ষার্থীর মাঝে, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী ও সাংস্কৃতিক শিক্ষা সামগ্রী এছাড়া ১৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার এবং ৩৫০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতকম্বল বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি,এনডিসি, এফডাব্লিউসি, পিএসসি এন্ড পিএইচডি। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেঃকর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধমে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে এছাড়াও বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যৎতেও এরকম কাজে সম্পৃক্ত থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারনের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে রিজিয়ন কমান্ডার বলেন।