
লামা(বান্দরবান) সংবাদদাতা:
আলীকদম উপজেলা কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বলেছেন, পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। দুর্গম পাহাড়ি অঞ্চলে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন, বিদ্যুৎ লাইন স্থাপন, পাহাড়ের কৃষির আধুনিকায়ন ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের মেনদন পাড়ায় অনুষ্ঠিত কৃষক দলের উদ্যোগে তিনশ্ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শাহাবউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক সাচিংপ্রু জেরী।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, সাবেক লামা উপজেলা চেয়পারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুস শুক্কুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশরসহ জেলা, উপজেলা ও ইউনিনয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামীতে এই অঞ্চলের ম্রো সম্প্রদায়ের ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।