আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি :
আধুনিক গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর বাজারে ব্র্যাক ব্যাংকেট এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকালে এজেন্ট ব্যাংকিং শাখাটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,জাতীয় সংসদ নির্বাচন ফরিদুপর -১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান।এ সময় উপস্হিত ছিলেন,সাবেক আলফাডাঙ্গা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাবেক চেয়ারম্যান এনামুল হাসান।প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজামান চাকলাদার আপেল ও সাধারন সম্পাদক তন্ময় উদ্দৌলা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক কার্য্যকারী সদস্য তরিকুল ইসলাম ও পরিচালনায় প্রেসক্লাব আলফাডাঙ্গা অর্থ বিষয়ক সম্পাদক মো. নাইম হোসেন।
এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিলায়েত হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাজালাল ব্যাংক সামচুদোহা সিমু, এজেন্ট ব্যাংকিং টিম লিডার মো. মুনজুর রসিদ,বোয়ালমারী ইউনিট ম্যানেজার মো. গুলবুদ্দিন,এজেন্ট রিলেশনশীপ অফিসার মো. তৌহিদুজ্জামান প্রমুখ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
নাঈম
০১৮৩৮৯৬৬৩১১