বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

“আমাদের কথা কেউ শুনে না”

Logo
ifnews05@gmail.com মঙ্গলবার, ২৮ ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ

প্রতিবছর পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান, বৈশ্বিক সংস্থাগুলোর প্রধান, বিজ্ঞানী, জলবায়ু অধিকারকর্মী, সংশ্লিষ্টবাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণের জন্যজলবায়ু সনদেস্বাক্ষরকারী রাষ্ট্রীয় পক্ ষসমূহের সম্মেলন‘ (Conference of Parties) বাকপসম্মেলনে মিলিত হন। কিন্তু সম্মেলনের সিদ্ধান্তকতটুকু কার্যকর সিদ্ধান্ত গৃহীত হয়, সে প্রশ্ন অমিমাংশিত থেকেই যাচ্ছে। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করাসম্ভব হয় না। আবার, আইনি বাধ্যবাধকতা না থাকায় অধিকাংশ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে না। বছরও জাতিসংঘ জলবায়ুপরিবর্তন কর্মকাঠামো সনদ (UNFCCC)-এর উদ্যোগে আগামি ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইশহরেকপ২৮অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কারণেই জলবায়ুকর্মীগণ দাবি তোলেন, ‘বকবক করো না, কাজ করোকিংবাঐচ্ছিকসমঝোতা নয়, আইনগত চুক্তি চাই‘, “আমাদের কথা কেউ শুনে না?”

মঙ্গলবার ২৮ নভেম্বর চট্টগ্রামের হালিশহর নয়াবাজার চৌচালা বিচ সাগর পাড়ে অভিনব প্রতিবাদী মানববন্ধনে কয়লা গ্যাসসহজীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব নিশ্চিত করার দাবিতে বেসরকারী উন্নয়ন সংগঠনআইএসডিই বাংলাদেশ, ক্যাব যুব গ্রুপ, বিডব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর ইকোলোজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্লীন (কোষ্টাললাইভলিহুড এন্ড এনভার্মেন্টাল একশন নেটওয়ার্ক) যৌথ আয়োজনে দাবি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

প্রতিবাদ সমাবেশে আরও দাবি করা হয়, ২০৩০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর কার্বন নির্গমন ২০০৫ সালের তুলনায় কমপক্ষে ৩০শতাংশ কমাতে হবে এবং ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রেনেট জিরোনয়, প্রকৃত‘ ‘শূন্য নির্গমনচাই, উন্নয়নশীল উন্নত দেশ নির্বিশেষে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎকেন্দ্র শিল্পখাতে কয়লার ব্যবহার বন্ধ করতে হবে। এক্ষেত্রে কার্বন ধারণ সংরক্ষণ (Carbon Capture and Storage) বা সিসিএস প্রযুক্তি ব্যবহারের দোহাই দেয়া যাবে না, জীবাশ্ম গ্যাস (এলএনজিসহ) পেট্রোলিয়ামে অর্থায়ন প্রযুক্তি সরবরাহ অবিলম্বে বাতিল করতে হবে। রূপান্তরকালীন জ্বালানির নামে এলএনজি সম্প্রসারণ বন্ধকরতে হবে, স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর বিপদাপন্ন জনসাধারণের জলবায়ু অভিযোজনের জন্য সরাসরি অর্থায়ন প্রযুক্তিহস্তান্তর করতে হবে, এলএনডি তহবিলে ঋণ কিংবা বেসরকারি বিনিয়োগ নয়, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এলএনডি তহবিলে বিশ্বব্যাংক অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশের মতো স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য শিল্পোন্নত দেশগুলো থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলতেহবে এবং সহজ অর্থায়নের মধ্য দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে, শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুসারেজিসিএফ প্রতি বছর ১০ হাজার কোটি ডলার দিতে হবে যাতে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত হবে, জিসিএফ থেকে চরম বিপদাপন্ন স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের অভিযোজনে অধিকতর গুরুত্বারোপকরতে হবে। এছাড় এসব দেশে জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে অর্থায়ন করতে হবে, জলবায়ু পরিবর্তনের কারণে বাধ্যতামূলক বাস্তচ্যুত জনগোষ্ঠীকেজলবায়ু উদ্বাস্তঘোষণা করে স্বাধীন সম্মানজনক অভিবাসনের অধিকার দিতে হবে, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ মিথেন হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষিখাতকে লক্ষ্য মাত্রার বাইরে রাখতে হবে। এবং শিল্প, পরিষেবা বাণিজ্যসহ সকল খাতে সবুজ রূপান্তরের জন্য স্পষ্ট বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করতেহবে।

প্রতিবাদ কর্মসুচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্টএস এম নাজের হোসাইন, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব হালিশহর থানা সভাপতি এমদাদুল করিম সৈকত, মানবাধিকার নেতা ওসমান জাহাঙ্গীর, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব যুব গ্রুপের যুগ্ন সম্পাদক আমজাদুল হক আয়াজ, প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, মহারাজ চৌধুরী প্রমুখ।

ADVERTISEMENT

ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১২ নভেম্বর বিকাল ৫ টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ …

দেলোয়ার হোসেন রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছেলের মামলা ও নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধা মা। আয়েশা আক্তার (৭৯) নামে ভুক্তভোগী ওই …