আমাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন : রফিকুল ইসলাম তুষার
রামদা হাতে ওরা কারা…কার লোক ?
মোহাম্মদ শাকিল আহমেদ প্রতিনিধ
কালিয়াকৈর উপজেলায় সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার। অপরদিকে,তার সমর্থকরা রফিকুল ইসলাম তুষারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগের বিক্ষোভ মিছিল করেছেন। আয়োজিত সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম তুষার বলেন, আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আমার দ্বারা আওয়ামী লীগে সুনাম ক্ষুন্ন হবে এমন কর্মকাণ্ড আমি বেঁচে থাকতে কখনোই করব না। সেই আলোকেই বলতে চাই শনিবার যে ঘটনাটি কালিয়াকৈর ঘটেছে সেই ঘটনার সাথে আমাকে সম্পৃক্ত করে যে তথ্য আমার বিরুদ্ধে প্রচার করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। ঘটনার দিন সারাদিন আমি জরুরী কাজে ঢাকায় ছিলাম। স্থানীয় নেতাকর্মীদের ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পর ঘটনাটি আমি জানতে পারি। এর আগে এই ঘটনার বিন্দুমাত্র আমি জানতাম না। ঐদিন সন্ধ্যায় নিজ উপজেলায় এসে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজখবর নেই।