
মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ২নং কিসমত গণকৈড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম অধ্যাপক রফিক সরকারের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৩১জানুয়ারী) বিকেল ৫টায় কিসমতগণকৈড় ইউনিয়নের রাতুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলমের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি পুঠিয়া দুর্গাপুরের দুইবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম এডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান মোঃ জুলফার নাঈম মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১৯৯৪ সাল থেকে আমার বাবা আপনাদের পাশে ছিল আশা ছিল আবারো আপনাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু আওয়ামী সরকারের নির্যাতনে আমার বাবা কিছুদিন আগেই মারা যান। আমি আপনাদের মাঝে না আসলে বুঝতেই পারতাম না আমার বাবাকে দুর্গাপুর পুঠিয়ার মানুষ কতটা ভালোবাসেন। যদি দল আমাকে সুযোগ দেন এবং আপনারা আমার পাশে থাকেন আমিও বাবার মত আপনাদের পাশে থেকে দুর্গাপুর পুঠিয়া উন্নয়ন করতে চাই।তিনি আরো বলেন, আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবীর বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,পৌর বিএনপি’র সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,পৌর বিএনপি’র সদস্য সচিব হাসানুজ্জামান লালটু,রাজশাহী জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা,কিসমত গৌণকর ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ প্রামাণিক।
এছাড়াও উপস্থিত ছিলেন রাতুগ্রাম ও কিসমতগণকৈড় ইউনিয়ন বিএনপি ও সহযোগে অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।