মোঃ রিপন হাওলাদার
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বাড্ডা থানা আনন্দনগর ইউনিট আওয়ামীলীগের নেতা কর্মীরা।
সকালে আনন্দ নগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে ইউনিট আওয়ামীলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আকন্দের নেতৃত্বে নেতাকর্মীরা
মিনার ভেদীতে পূষ্পস্তাবক অর্পন করেন।
এসময় ইউনিট সভাপতি বলেন,রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন আজ। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন আজ। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে ভাষা প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। তাদের জীবন ত্যাগের কারণে আমরা আজ বাংলায় কথা বলতে পারছি।
সাধারণ সম্পাদক বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে এমন নজির পৃথিবীর কোথাও নেই। আমরা তাদের এ ত্যাগ কোন দিন ভুলতে পারবো না।তাই আমাদের স্বাধ্যমত তাদেরকে বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করার চেষ্টা করি।
আর এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের অন্য দিকে গভীর শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
আমরাও আমাদের দলীয় লোক জন নিয়ে দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করছি।