সজল আহাম্মদ খান , আখাউড়া।
আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের জন্য প্রবাসী মেলা এবং জব ফেয়ার এর আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ব্রাম্মনবাড়িয়া টিটিসি’র মাননীয় প্রিন্সিপাল জনাব মোঃ মাইন উদ্দিন। উক্ত অনুষঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ বাসিরুল আলম এবং আইএফআইসি ব্যাংকের আখাউড়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ইসমাইল হোসেন সহ অন্যান্য ব্যাংক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি ও টিটিসির কর্মকর্তা বৃন্দ।
প্রবাসে যেতে ইচ্ছুক টিটিসি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নানা তথ্য দিয়ে সহায়তা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি রপ্তানি ব্যুরো, টিটিসি, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন এজেন্সি সহ আরো কয়েকটি ব্যাংকের স্টল দেখা যায়। স্টল থেকে বিদেশ গমনেচ্ছু কর্মীরা বিভিন্ন তথ্য সহায়তা যেমন পেয়েছে তেমনি ততক্ষনাত ব্যাংক হিসাব খোলার সুবিধা পেয়েছে। এমন আয়োজনে বিদেশ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।