আনোয়ারা উপজেলা প্রতিনিধি-আনোয়ারা তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল চৌধুরীকে পরাজিত করে অভিষেক হয়েছেন কাজী মোজাম্মেল হক।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাদের ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।চেয়ারম্যান পদে কাজী মোজাম্মেল হক (আনারস) প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এম এ মান্নান মান্না (চশমা) প্রতীকে ৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চুমকি চৌধুরী (হাঁস) প্রতীকে ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।ভোট চলাকালীন সময়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দোয়াত কলম প্রতীকের সমর্থক জাহেদ মির্জা (৩০) ও মামুন (২৫) নামে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।