মোঃইব্রাহিম,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃধামরাই উপজেলা আনসার অফিসে ওয়ার্ড/ ইউনিয়ন দলনেতা-দলনেত্রীদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২২শে ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় ধামরাই উপজেলা কমপ্লেক্সে অবস্থিত ধামরাই উপজেলা আনসার অফিসে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা, ধামরাই উপজেলা আনসার ভিডিপি অফিসার এ এইচ এম মহসিন, (৩৭) বিসিএস নন ক্যাডার।মাসিক সভার মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় সংসদ নির্বাচন ও নারীদের জরায়ু ক্যানসার ও ভ্যাকসিন প্রদান প্রসঙ্গে।যোগদানের পরে,
এ এইচ এম মহসিন বলেন, আমি সকলের সহযোগীতা কামনা করছি যাতে করে ধামরাই আনসার ভিডিপি অফিস এর সকল কাজ নিষ্ঠার সাথে ও দূর্নীতি মুক্ত ভাবে করতে পারি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা ফিরোজা আফরোজা, ধামরাই পৌরসভা ও ১৬ ইউনিয়নের সকল দলনেতা- দলনেত্রীরা।
গলাচিপায় নবগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাইদুল হক মিকু: পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা...