ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
আজ দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলেন সেনা প্রধান ইঞ্জিনিয়ার কোর সদস্যদের উদ্দ্যশে এসব কথা বলেন।
এসময় সেনা প্রধান বলেন; দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সস্পৃত্ত থেকে কাজ করে যাচ্ছে। এজন্য কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আগামী দিনে আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সেনাবাহিনী। এসময় কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় কোরের অবদানের কথা স্মরণ করেন সেনা প্রধান।
অধিনায়ক সম্মেলনে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের কমাডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম সরদার; লেঃ জেনারেল মাইনুর রহমান সহ সেনা সদর দপ্তরের উর্ধতন কর্মকর্তারা অধিনায়ক সম্মেলনে অংশ গ্রহণ করেন।