সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া (৫২) এবং কল্পনা বেগম (৪০)। উভয়েই স্থানীয় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল গ্রুপের সমর্থক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে তারই আরেক সমর্থক বাসেদ মেম্বারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিশেষ করে গত উপজেলা পরিষদ নির্বাচন থেকে এই বিরোধ আরও তীব্র রূপ নেয়।
সম্প্রতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা ঘটনায় আবিদ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা হলে তিনি গা ঢাকা দেন। তবে জামিন নিয়ে এলাকায় ফিরে আসার পর পুনরায় এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এতে বাসেদ মেম্বার গ্রুপের সমর্থকদের সঙ্গে উত্তেজনা বাড়ে, যা শনিবার ভোরে সংঘর্ষে রূপ নেয়।
শনিবার ভোরে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বার মানিক মিয়া ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন এবং কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়ে মারা যান। সংঘর্ষে আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আশপাশের চারটি গ্রামের মানুষজন আতঙ্কে আছেন। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হবে বলে তিনি জানান।
এলাকার মানুষজনের মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।