সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

আদিতমারীতে পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

Logo
Desk Report 2 শুক্রবার, ২৩ ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

মো:নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামী ইসমাইল হোসেনকে (৪৮) হত্যার অভিযোগে ইতিমনি (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতিমনি ইসমাইলের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ বছর আগে ধর্মান্তরিত হয়ে ইতিমনি নাম রেখে ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের কয়েক বছর পরে ইতিমনি অন্য এক এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

এরপর থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা ঋণ করে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন ইতিমনি। সেই ঋণ পরিশোধ করতে স্বামী ইসমাইলকে চাপ প্রয়োগ করেন।

এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

ADVERTISEMENT

বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের ঘরে বিবাদ সৃষ্টি হলে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করেন। ইসমাইলের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে মীমাংসা করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় ইতিমনি স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করতেন, সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের করব।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়। সোমবার ২০ জানুয়ারি বেলা …

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী …

(চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। …