মোঃ নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় ভবঘুরের মত ঘোরাফেরা করত মানসিক রোগী অজ্ঞাত এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় মদনপুর এলাকায় রেল লাইনে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় লালমনিরহাট থেকে আসা বুড়িমারী গামী একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
ADVERTISEMENT
0