বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ ট্রলারের ছবি প্রকাশ ভারতীয় কোস্ট গার্ডের

Logo
Desk Report 2 বুধবার, ১১ ২০২৪, ২:০৮ অপরাহ্ণ

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার:

আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে মোট তিনটি ছবি প্রকাশ করা হয়।

এসব ছবিতে দেখা গেছে, আটক বাংলাদেশি নাবিকেরা মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। তাদের পেছনে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। বাংলাদেশের দুটি ট্রলার সাগরে চলছে। জেটিতে ট্রলার দুটি নিয়ে আসা হচ্ছে।

ছবির ক্যাপশনে ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।

জানা গেছে, এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপর দিকে এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায়, সে জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছেন তারা।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …