আজ ১১ই- জুন প্রধানমন্ত্রী হাসিনার কারামুক্তি দিবস।
মোঃমেহেদি হাসান,ঢাকা।
আজ ১১-ই জুন আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।
সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা চাঁদাবাজির মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আওয়ামী লীগ সভাপতিকে বন্দি করে রাখা হয়। বঙ্গবন্ধুকন্যা কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য বিভিন্ন মহল থেকে তাঁকে মুক্তি দেয়ার দাবি উঠে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শেখ হাসিনার মুক্তির জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে। বঙ্গবন্ধুকন্যার মুক্তির জন্য মাত্র ১৫ দিনে ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি।
বলা হয় ১১ জুন শুধু শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস।