
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগোষ্ঠীর ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
(রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান)তিন পার্বত্য জেলা জুড়ে এই অবরোধ চলবে আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এক বিবৃতিতে দলটি এই সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইউপিডিএফের সহ-সভাপতি নতুন কুমার চাকমা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত হামলাকে বর্বরোচিত ও নিন্দনীয় বলে অভিহিত করে বলেন, ‘উপাত্যের জুম্ম জনগোষ্ঠীর ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ইউপিডিএফ নেতা অবিলম্বে পাহাড়িদের ওপর হামলা, ঘরবাড়ি–ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার, ক্ষতিগ্রস্ত এবং আহত–নিহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সাম্প্রদায়িক হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।