মোঃমাহাবুবুল করিম-ফটিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনের সহকারী রির্টিং কর্মকর্তা ও ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী।জানাগেছে,গত ১৪ মে মজিবুল হক চৌধুরী এক প্রার্থীর পক্ষে প্রচারনা সভায় বক্তব্যের সময় জনপ্রতিনিধিদের প্রভাবিত করে বক্তব্য প্রদান করায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১৮(ক) বিধি লংঘন করার বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি গোচর হয়।
একই বিধিমালার বিধি ৩২ এর ১ উপবিধি অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে ১৭ মে জবাব প্রদানের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, নোটিশ পেয়ে মজিবুল হক চৌধুরী ১৭মে স্বশরীরে এসে তার বক্তব্যের ব্যাখ্যা প্রদান করেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য দেবে না বলে অঙ্গীকার করেন।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানান সহকারী রির্টিং কর্মকর্তা।