শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার :
আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৬৯(ঊনসত্তর) বোতল স্কাফ সিরাপ ও চুরি সংক্রান্তে ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান- ০১
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) আবির আহমেদ সঙ্গীয় এ.এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৮/১১/২০২৪ তারিখ, ভোর ০৫.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত হীরাপুর সাকিনের মোঃ আলমগীর ওসমানের বাড়ির পূর্ব পাশে নোয়াব মিয়া জমদ্দারের কাঠ বাগানের ভিতর হইতে মাদকদ্রব্য ৬৯(ঊনসত্তর) বোতল স্কাফ সিরাপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ঘটনার সময় পলাতক আসামী পুলিশের উপস্থিতি টের ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। ঘটনার সহিত জড়িত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অভিযান-০২
অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানার মামলা নং-০১, জিআর-২২০, তাং-০১/১১/২০২৪ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী ০১। মোঃ আরিফ মোল্লা(৩০), পিতা-মৃত আব্দুল হেকিম মোল্লা, ০২। মোঃ মামুন চৌধুরী (৩২)পিতা-মৃত রোকন উদ্দিন, উভয় সাং-দেবগ্রাম ও ০৩। মোঃ রানা (২৪)পিতামৃত-বাবুল মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-নুরপুর, পোঃ হীরাপুর সর্ব থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে আখাউড়া থানাধীন নুরপুর এলাকা হইতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।