শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

আখাউড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের, যৌথ বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ভারতীয় মালামাল জব্দ। ।

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ০৩ ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার- শামীম আহমেদ

আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় উদ্ধার অভিযান পরিচালনাকালে ভারতীয় মালামাল ও দেশীয় অস্ত্র সহ ০১ জন, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জন সহ সর্বমোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান- ০১
অভিযানকালে আখাউড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৩/১০/২০২৪ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ ৬নং ওয়ার্ডের দ্বিজয়পুর(গাজীর বাজার) সাকিনে ধৃত আসামী আফজাল হোসেন প্রকাশ জুম্মান(৩৪), পিতা-মৃত মোখলেছুর রহমান এর দোতলা বিল্ডিংয়ের নিচ তলার উত্তর পাশের প্লটের প্রথম রুম, যাহা আসামীর শয়ন কক্ষ হইতে ১। ভারতীয় ২৭৯ পিস শাড়ি, ২। ভারতীয় প্যান্টের কাপড়-০৩ পিস,৩। ভারতীয় মীরাকেল ক্রিম ৭৫০ পিস,৪। পুরাতন অকেজো ল্যাবটপ-২টি, ৫। পুরাতন অ্যান্ড্রয়েট মোবাইল সেট-২টি,৬। দেশীয় তৈরি দা-০১টি,৭। ছোরা-০৩টি,৮। টিন কাটা যন্ত্র-০১টি,৯। তার কাটার প্লাস-০২টি,১০। ফ্রেম সহ হেসকু ব্লেড-০১টি সহ আসামী আফজাল হোসেন প্রকাশ জুম্মান(৩৪), পিতা-মৃত মোখলেছুর রহমান, মাতা-মোর্শেদা বেগম, সাং-দ্বিজয়পুর(গাজীর বাজার), ওয়ার্ড নং-০৬, ইউপি নং-০৫(আখাউড়া দক্ষিণ), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় ০১টি চোরাচালান আইনে মামলা ও ০১টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

অভিযান- ০২
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মশিউর রহমান খান, এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া, এ.এস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ান, এএসআই(নিরস্ত্র) রনি বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) ইকবাল হোসেন, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ০৩/১০/২০২৪ তারিখ রাত্রীবেলা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-৩৩/২২(আখাউড়া), ১ বছর ০২ মাস সাজাপ্রাপ্ত আসামী ০১। মোছাঃ রুহেনা আক্তার প্রকাশ রেহেনা, স্বামী-মোঃ দুলাল মিয়া, পিতা-দুধ মিয়া, সাং-আনোয়ারপুর(আব্দুল বারেক মিয়ার বাড়ী), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব থানার মামলা নং-১১(০৯)২০, জিআর-৬৬৪/২০ এবং জিআর-৫৪/২২(আখাউড়া) এর ২ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০২। মোঃ হাবুল মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৫৩৪/২০(আখাউড়া) এর ২ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০৩। মোঃ স্বপন মিয়া(৩৫), পিতা-মোঃ রোকন উদ্দিন, সাং-রামধননগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, দায়রা মামলা নং-৮৮/২৪, সিআর-৩৭৫/২৩ এর সাজাপ্রাপ্ত আসামী ০৪। আল আমিন, পিতা-আব্দুল খালেক, মাতা-মালেকা বেগম, সাং-মসজিদ পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৪২১/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৫। মনির মিয়া, পিতা-ছাদির মিয়া, সাং-ছতুরা শরীফ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …