রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আখাউড়ায় ১০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম গ্রেপ্তার।

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ১৪ ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

সজল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো: তাজুল ইসলাম (৬০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। বুধবার সকালে উপজেলার খারকোট সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টায় আখাউড়া উপজেলার খারকোটে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৯ হাজার ৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ আখাউড়ার শীর্ষ মাদক ব্যবসায়ি মো: তাজুল

ইসলামকে আটক করা হয়। আটকৃত তাজুল ইসলাম উপজেলার শিবনগর গ্রামের আব্দুস সালামের পুত্র।এ বিষয়ে জানতে চাইলে সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি এসি বলেছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হইয়াছে। আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ADVERTISEMENT

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …