
সজল আহাম্মদ খান, আখাউড়া।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্টজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। আখাউড়া থানার উপ-পরিদর্শক এস.আই জহিরুল হক বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। তবে বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো.বাবুল জানান, সাবেক মেয়র কাজলের কাছে লাইসেন্স করা একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন ছিলো। হাসিনা সরকার পতনের পর লাইসেন্স বাতিল করে ৩রা সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার কথা বলা হলেও মেয়র কাজল অস্ত্র জমা দেননি। পরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বাকি পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়নি। সরকারি নির্দেশনা অমান্য করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানায়, ৫ই আগষ্ট সাবেক মেয়র কাজল এ পিস্তল দিয়ে আন্দোলনকারিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তারের পরপরই কাজল গা ঢাকা দেন। তিনি ভারতে আছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।