
স্টাফ রিপোর্টার : শামিম আহমেদ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ধাতুর পহেলা গ্রামে ২৪/০৯/২০২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক সময় ২:৩০ মিনিটে উক্ত গ্রামের শাহ আলম মিয়া, রাজু মিয়া , সোহরাব মিয়া, মির্জান মিয়া, হাসান মিয়া, শিউলি আক্তার, মুন্নি আক্তার সহ আরো অনেকেই মুছেনা বেগমের বাড়িতে অগ্নিকাণ্ড সংগঠিত করে।
সরজমিনে জানা যায়, ১৩/০৭/২০২৪ ইং তারিখে সুনিয়া আক্তারের পিতা, শাহ আলম মিয়ার বাড়িতে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও সাহেব সর্দারদের নিয়ে সুনিয়া আক্তারের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সুনিয়া আক্তারের বক্তব্য অনুযায়ী একই গ্রামের প্রবাসী স্বামী জুয়েল মিয়ার সংসার করবে না মর্মে সবাই সিদ্ধান্ত অনুযায়ী কাবিন ৩ লক্ষ ৫০ হাজার টাকা বরণ-পোষণ বাবদ ৩৩ হাজার টাকা অলংকার বাবদ ৬৭ হাজার টাকা সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা উপস্থিত কাজী মোঃ গোলাম ছামদানী ইউপি মেম্বার মোঃ আলমঙ্গীর, সোহরাব, রাজু, মজিবুর, জলিল, শাহ আলম দ্বয়দের সম্মুখে সুনিয়া আক্তার ও তার বাবা উক্ত কাবিনের টাকা গুনে বুঝিয়া সুনিয়া আক্তার তার প্রবাসরত স্বামীকে ডিভোর্স প্রদান করেন। যাহার ভিডিও ফুটেজ সংগৃহীত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনিয়া আক্তার মুঠোফোনে রংপুরের একটি ছেলের সাথে পরক্রীয়ায় লিপ্ত থাকায় তার বাবা কাবিনের টাকা দিতে বলিলে, সুনিয়া আক্তার টাকা দিতে অপারগতা প্রকাশ করে পারিবারিক ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়াকে কেন্দ্র করিয়া সুনিয়া আক্তার ঘরে থাকা কেরির ভরি সেবন করে, বমি করতে থাকলে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে সুনিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে সুলতানপুর নামক স্থানে মৃত্যুবরণ করে।
সুনিয়ার লাশ বাড়িতে আনলে আখাউড়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে মৃতঃ সুনিয়া আক্তারের মা বাদি হয়ে আখাউড়া থানায় একটি ইউডি মামলা করেন।অতঃপর ইউডি মামলার দুইদিন পরে ৬ জনকে আসামি করে আখাউড়া থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা করেন এবং এক মাস পরে আবার ১০ জনকে আসামি করে একই রকমের আরো একটি মামলা সহ পরপর তিনটি মামলা করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
মামলা করেই ক্ষান্ত হন নি প্রতিপক্ষকে ধৃত করার লক্ষে হয়রানি সহজ জীবন নাশের হুমকি দিচ্ছে। তারই প্রেক্ষিতে মুছেনা বেগম গংরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হলে আদালতের প্রাঙ্গনে মৃতঃ সুনিয়া আক্তারের বাবা সহ অন্যান্যরা প্রতিপক্ষকে গালমন্দ ও হত্যার হুমকি দিয়ে আসিতেছে।
তারই প্রেক্ষিতে ২৪/০৯/২০২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে মুছেনা বেগমের বসত ঘরে হত্যার চেষ্টায় অগ্নিকাণ্ড ঘটাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাই এবং আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
এ বিষয়ে এই প্রতিনিধি আখাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত অবস্থায় রয়েছে।
এদিকে মুছেনা বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। যাহার SDR No: ১০৫৮, এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা জনমনে ভিন্ন প্রশ্ন সঠিক ঘটনাটি জনগণ জানতে চায়। এই রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় থমথমে বিরাজ করছে।