
সজল আহাম্মদ খান,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল সব চাইতেভালো করেছেন পৌর শহরের নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রাখায় সর্ব মহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা চলছে। এ বছর এই বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা উপজেলার মধ্যে সর্বোচ্চ। এই বিদ্যালয় থেকে ১৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তির্ণ হয়েছে ১২০ জন। পাশের হার ৭৫.০০। গড় পাশের হারের দিক দিয়েও এই বিদ্যালয়টি উপজেলার মধ্যে সবার উপরে রয়েছে। খোঁজ নিয়ে উপজেলার ১৬ টি স্কুলের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বিদ্যালয় ও ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, তুলাইশিমুল উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২ আমোদাবাদ ২ জন, কর্মমঠ ১ রয়েছে। তাছাড়া মাদরাসাতু সাহেলা খাতুন দাখিল মাদরাসা ২ রানীখার সৈয়দ এমদাদুলবারী গাউছিয়া আলিম মাদরাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সনের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৬ টি স্কুল থেকে ১৭১৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৯৬৭ জন। গড় পাশের হার ৫৬.৩২। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। উপজেলার ৬টি মাদরাসা থেকে সর্বমোট ২৫৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে।
১৮৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। শতকরা পাশের হার ৭২.৮৭। এছাড়া উপজেলার একটি ভোকেশনাল টেক্সটাইল স্কুল থেকে ১১৫ জন পরীক্ষা দিয়ে ১০০ জন পাশ করেছে। জিপিএ ৫ চেয়েছে ৭ জন। গড় পাশের হার ৮৫.১৬।
নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই কোনো আপন করে না । এই প্রতিষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করে থাকি কিভাবে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী বৃদ্ধি করা যায়। সেইসাথে ভালো ফলাফল করা যায়। এখানে শিক্ষকেরা পাঠদানে আন্তরিকতার কোন অভাব নেই। এই ফলাফল অর্জনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।