
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার সুজন জুয়ার আসর থেকে নগদ টাকা সহ আখাউড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সুজন মিয়া (৩০) সহ আরও কতিপয় চিহ্নিত জুয়াড়ী প্রায় প্রতিদিন আখাউড়ার সংস্কৃতির পাদভূমি ঐতিহ্যময় ” লাল হোসেন ইনস্টিটিউট” এ রাত বারটার পর থেকে লাখ লাখ টাকার জুয়ার আসর বসায়। আরও অনেক জুয়াড়ী ( আখাউড়ার বাইরে থেকে আগত) এ রঙ্গশালায় অংশগ্রহণ করে। এ সময় হরেক রকম মাদক ও মদের আসর বসে।
তারা খুব প্রভাবশালী হওয়ায় স্থানীয় জনগণ ভয়ে মুখ খোলে না। কথিত আছে, এখানে নাকি কোটি কোটি টাকার জুয়া বাণিজ্য হয় প্রতিমাসে৷ পার্শবর্তীতে রেলওয়ে থানা ও এএসপি (রেল, সিলেট বিভাগীয় জেলা) অফিস হওয়ার পরেও কিভাবে বছরের পর বছর এ অবৈধ কর্মকান্ড চলছে তা এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে।
আটককৃতরা হলো, ১. কাউন্সিলর সুজন মিয়া (০৬ নং ওয়ার্ড, আখাউড়া পৌরসভা) ২. সবুজ (৩২) ৩. বাবুল (৬০), তন্ময় (২৮), ফারাবী (২৮), আমজাদ (৩০), রউফ (৪০), সোহাগ (২৬), এমদাদুল (৪৫), রবিউল (২৮) মজিবুর (৩৫), ফরিদ (৬০) ফুল মিয়া (৬৫) ও ফখরুল (৩৫) কিছু আসামী পুলিশ আসার আগেই দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বলেন, আটককৃদের বিরুদ্ধে মামলা রুজু করে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, জুয়ার আসর থেকে হাতে নাতে গ্রেফতার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুজন মিয়া গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল অত্যন্ত দুঃখের সাথে বলেন, এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক একজন জনপ্রতিনিধি হিসেবে সে এ অবৈধ কাজগুলো করতে পারে না। তার আরও দায়িত্বশীল হওয়া উচিত।