বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

আখাউড়ায় এক লেবুর ওজন এক কেজি

Logo
Desk Report 2 রবিবার, ২১ ২০২৪, ২:১৮ অপরাহ্ণ

সজল আহাম্মদ খান, আখাউড়া প্রতিনিধিঃ

দেখতে অনেকটা বড় পেঁপের মতো। কিন্তু পেঁপে নয় এটি লেবু। গাছে থাকা একেকটি লেবুর ওজন রয়েছে এক কেজির উপর। গাছে থাকা ওইসব লেবু যে কাউকে আকৃষ্ট করছে। দাম ও রয়েছে সাধারণ লেবুর চাইতে বেশ কয়েকগুন বেশী। এমনি এক বিশাল আকারের দৃষ্টি নন্দন লেবু দেখা গেছে মো: শেখ সাদের বাড়িতে। সাদ পৌর শহরের টানপাড়া এলাকার মো: শেখ ফারুক মিয়ার ছেলে। ইতিমধ্যে তার বড় আকারের লেবুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে দেখতে বাড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশাল আকৃতির আকৃতির লেবুর নাম জারা লেবু। তবে আকৃতির চেয়েও বিস্ময়কর এর দাম।

বাজারে এ জাতীয় একটি লেবুর দাম রয়েছে প্রায় ৫০০ টাকা। আর হালি হিসেবে কিনলে প্রতিহালির দাম পড়ে ২ হাজার টাকায়। শেখ সাদ বলেন, খুলনায় আমার ভগ্নিপতির বাসায় বেড়াতে গিয়ে সেখান থেকে জারা জাতের লেবু দেখে বীজ আনা হয়। এরপর ওই বীজ থেকে চারা করে নিজ বাড়িতে লাগানো হয়। চারা লাগানোর ৭ মাসের মাথায় ফলন আসে। বর্তমানে আমার ৭ টি জারা জাতের লেবু গাছ রয়েছে। প্রত্যেকটিতে লেবু এসেছে। গাছের এক একটি লেবুর ওজন হচ্ছে ১ কেজির উপর। যা আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না। তিনি আরও বলেন মূলত সিলেট এলাকায় জারাসহ নানা রকমের লেবু চাষ হয়। অন্য লেবুর পাশপাশি এ লেবুর স্বাদ ও আকারও সূত্রে জানা গেছে, জারা একটি লেবু জাতীয় ফল। যা সাইট্রাস গোত্রের মধ্যে ‘ইউনিক’ ফল। সাইট্রাস গোত্রের আদি তিনটি ফলের মধ্যে কমলা, বাতাবি লেবু ও জারা লেবু রয়েছে। মূলত উঁচু পাহাড়ি অঞ্চলে ভিন্ন।

সাধারণ লেবু প্রতি হালির দাম ২৫-৩০ টাকা। আর জারা লেবু একটি বিক্রি হয় ৫শ টাকায়। জারা সাধারণত ভাতের সঙ্গে এটি খাওয়া আমরা এখনো কোন লেবু বিক্রি হয়। এর রস যেমন-তেমন তবে ছোলা খেতে মিষ্টি। করেনি। নিজেরা খাচ্ছি এবং আত্মীয় স্বজনকে দিচ্ছি। যেহেতু এই লেবুর ভালো চাহিদা রয়েছে বানিজ্যিকভাবে চাষ করার ইচ্ছা আছে বলে জানায়। এ লেবুর ফলন হয়ে থাকে। স্বাদ ও গন্ধে জারা লেবু রয়েছে অন্যতম।

এই লেবুটি এক থেকে দুই কেজি হতে পারে। রসে ভরা লেবুর খোসাও খাওয় যায়। সেকারণে যে কাউকে আকৃষ্ট করে। দুর্গাপুর থেকে আসা মো: রফিকুল ইসলাম বলেন, আমরা মূলত কাগজি, চায়না, পাতি আর সিডেলেস লেবু চাষ করতে দেখেছি। কিন্তু জারা লেবু দেখেনি। লোকমুখে শুনে বাড়িতে দেখতে এলাম। আসলেই লেবু খুবই বড়। দেখে খুবই ভালো লেগেছে।

পৌর শহরের মসজিদপাড়া এলাকার মো: লিমন মিয়া বলেন, সাধারণ একটি লেবুর ওজন একশ থেকে ৪শ গ্রাম হতে দেখা যায়। কিন্তু ১ কেজির উপর দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বড় আকারের লেবু দেখে টানপাড়ায় আসা। দেখে খুবই ভালো লেগেছে। উপজেলা উপ-সহকারি কষি অফিসার মো: মোস্তাফিজর রহমান বলেন এ এলাকার মাটি মিশ্র ফলচাষেরঅফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, এ এলাকার মাটি মিশ্র ফলচাষের জন্য খুবই উপযোগী। স্থানীয় কৃষকরা মিশ্র ফল চাষ করে লাভবান হচ্ছে। এক সময় বছরের নির্দিষ্ট সময় নানা প্রকারের লেবু পাওয়া যেত। এখন কম-বেশি বারো মাসই পাওয়া যায়। শুনেছি এক কৃষক জারা লেবু চাষ করেছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি।

ADVERTISEMENT

নিউজ ডেস্কঃ মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্‌ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে …

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল …

গত ৫ ই নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস …