চট্টগ্রাম ব্যুরো
নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ শিকার বন্ধ থাকার কথা থাকলেও একটি অসাধুচক্র এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে এই তথ্যের ভিত্তিতে,
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী ঘাটে এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে আহরণ করা ৫০০ কেজি টাকার সামুদ্রিক মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। জব্দ করা মাছ ৯২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
সরেজমিনে জানা যায় এই ঘাট নিয়ন্ত্রণ করে বারেক, আলি ও সাজ্জাদ।
শুক্রবার (৫ জুলাই) আকমল আলী ঘাট এলাকায় নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এ অভিযান পরিচালনা করেন।
অভিযোগ আছে, নগরীর পাঁচটি ঘাট থেকে প্রতি রাতেই মাছ শিকারে সমুদ্রে যান জেলেরা। আর নিষিদ্ধ সময়ে আহরণ করা মাছ চোরাই পথে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এই কাজে মদদ দেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ এসেছে এই সময়ের মধ্যেই মাছ আহরণ চলছে। তাই অভিযান চালিয়ে আকমল আলী ঘাট থেকে ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে জনসম্মুনে নিলাম ডেকে ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, জরীপ মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইপিজেড থানার উপপরিদর্শক মো. রাকিবুল আবেদীন এবং কোস্টগার্ড ইএ-৩ পূর্ব জোন সেকশন ইনচার্জ এম এ আজিজ।