
মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়া উপজেলার বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ফেব্রুয়ারি) সন্ধায় রাজশাহীর মুক্ত মঞ্চ সংলগ্ন দি জিন জিয়াং চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মাস্টারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশেষ পি,পি দ্রুত বিচার ট্রাইবুনাল, এ্যাড মুন্সি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন পুঠিয়া দুর্গাপুরের ২ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান মোঃ জুলফার নাঈম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, এ্যাড.আব্দুল ছামাদ সরকার, উপজেলা সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বানেশ্বর বণিক সমিতির সভাপতি মোঃমতিউর রহমান,সেলিম ওআঃমান্নান মেম্বার সহ পুঠিয়া উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অ্যাডভোকেট নাদিম মোস্তফারআত্মার মাগফিরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।