মোঃনাছির উদ্দিনভূঁইয়া-কারণ দর্শানোর নোটিশ পেলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া। সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে এক মন্তব্যের জন্য এই নোটিশ পেলেন।
সূত্র মতে জানা যায় উপজেলা নির্বাচনে তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করেছেন। ঘোড়া প্রতীকের এক নির্বাচনী জনসভায় উনার এক বক্তব্য নিয়ে সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গনমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।উনার ঐ বক্তব্যের প্রেক্ষিতে ১৫ মে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষর সম্বলিত কারন দর্শানো নোটিশ পাঠানো হয় জাহাঙ্গীর ভূঁইয়া বরাবরে।
নোটিশে বলা হয় আপনার বক্তব্য সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী এবং সৃষ্টাচার বর্হিভূত হওয়ায় কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা সহ আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই ব্যাপারে জাহাঙ্গীর ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, একটি কুচক্রী মহল তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের চক্রান্ত করছে।তার ধারাবাহিকতায় উনার বক্তব্য কে অতিরঞ্জিত করে উনার বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন।