বিএম.বাশারঃ-খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন ।
সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে মানিকছড়ি ইংলিশ স্কুলের মাঠে ঈদ সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি ও মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার।
জোন কমান্ডার বলেন, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দেন।
ADVERTISEMENT