আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর আচমকা সংবাদ সম্মেলন করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬জুলাই) সকালে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইন এর হলরুমে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরেরঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম।
আফগানদের বিপক্ষে হারের পর বৃহস্পতিবার দুপুর দেড়টায় ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকেছিলেন নির্ধারিত সময়েই হোটেলে হাজিরহন তামিম। সংবাদ সম্মেলন শুরু হলে সেখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন চট্টগ্রামের ঘরের ছেলে।
কান্নাভেজা কন্ঠে ঠিকমত কথাও বলতে পারছিলেন না তামিম। অনেকটা বিষণ্ণ অবস্থাতেই জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরসিদ্ধান্ত নিয়েছি।
বাজে ফর্মের কারণে তামিমকে নিয়ে বিভিন্ন মহলে চলছিলো তুমুল আলোচনা–সমালোচনা। সকল সমালোচনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম।