দেলোয়ার হোসেন
গতকাল( ১৫ জানুয়ারি ২০২৪) ইং তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রলি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে আনুমানিক ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ১৩ (তেরো) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ একলাস মীর (৪২), পিতা-মৃত মোতালেব মীর, সাং-দক্ষিণ নামাজপুর, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।