দেলোয়ার হোসেন
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান পণ্য নিয়ে আসা চক্রের অন্যতম মূলহোতা খোরশেদ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব (গত ৯ অক্টোবর) যশোর চৌগাছা হইতে সৈয়দ আলী মন্ডল (৬৫) মধ্যপ্রাচ্য একটি দেশে প্রবাসী ছেলেকে নিতে আসে ঢাকা আন্তর্জাতিক শাহাজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে যশোর হইতে রওনা দেন ঢাকা আসার পথে সৈয়দ আলী মন্ডল মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির করে না পেয়ে ভিকটিমের জামাতা মিরপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন ৷ এছাড়া ভিকটিমের পরিবার ্যাব ৪ত্রর নিকট ভিকটিমকে উদ্ধারের জন্য একটি আবেদন করেন, উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব ৩ ও ৪ গতকাল যৌথ অভিযান পরিচালনা করে রাজধানী শান্তিনগর এলাকায় একটি বাসা হইতে ভিকটি সৈয়দ আলী মন্ডল সহ অপহরণকারী চক্রের মূল হোতা খোরশেদ সহ তিনজনকে গ্রেফতার করেন উদ্ধার করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ল্যাপটপ মোবাইল প্রসাধনী সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজার মূল্য ৬০ লক্ষ টাকা ৷গ্রেফতারকৃত ব্যক্তিরা অভিনব কায়দায় প্রবাসীদের আত্মীয়-স্বজনকে জিম্মি করে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ অলংকার ল্যাপটপ মোবাইল অন্যান্য সামগ্রী আত্মসাৎ করার আগ পর্যন্ত এভাবে জিম্মি করে রাখে ৷
গ্রেফতার কৃতরা হলেন ১। খোরশেদ আলম (৫২), কুমিল্লা ২। জুয়েল রানা মজুমদার (৪০), কুমিল্লা এবং ৩। মাসুম আহমেদ (৩৫), নারায়ণগঞ্জদের’কে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিপুল পরিমান স্বর্ণ,
বিশেষ একটি সূত্রে জানা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (সিত্রন্ডত্রফ)
ব্যবসার সাথে জড়িত শুল্ক ফাঁকিচক্রের একটি শক্তিশালী সিন্ডিকেট অবস্থান করিতেছে উক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক নিউজ করার পরও শুল্ক ফাঁকি মাফিয়া চক্রটি এখনো শুল্ক ফাঁকি ব্যবসার সাথে জড়িয়ে আছে৷
অাজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম এ মঈন মিডিয়া সেন্টার র্যাব কারওয়াণ বাজার সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৷