
অবৈধ ভাবে বিলের মুখে বাঁধ নির্মাণ, শ্রীপুরে ফসলী জমি রক্ষার দাবীতে মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
অবৈধ ভাবে পুরাতা বিলের মুখে মাছ চাষ করতে বাঁধ দিয়েছে প্রভাবশালীরা। কৃষকের ফসলী জমি তলিয়ে যাওয়ার আশংকায় প্রতিবাদ করলে আসছে স্থানীয়রা। দু’বছর ধরে বাধ নির্মাণ নিয়ে বিরোধ চললেও চলতি মৌসুমে বাধটি নির্মাণ করে ফেলে। বৃষ্টিতে ওই বিলের ধানের ক্ষেত তলিয়ে যেতে শুরু করেছে। ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী কৃষকরা ওই বাঁধ অপসারনের দাবীতে বিলের পাড়ে মানববন্ধন করে।
জানা যায়, পুরাতা বিলের মুখে কাওসার মোড়ল গং এর জমি রয়েছে। গত দু’বছর ধরে বিলের মধ্যে থাকা অন্য কৃষকদের জমি অরোদ্ধ করে মাছ চাষের জন্য চেষ্টা করে কাওসার। এ নিয়ে গ্রামবাসীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। বিলের মুখে অবৈধ ভাবে বাধ নির্মাণ বন্ধ করতে ইতিমধ্যে গাজীপুর আদালতে মোকদ্দমা নং-২৯২/২১ ও ১৮৮/২৩ নং মামলা বিচারাধীন আছে। ভুক্তভোগী কৃষকরা স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শ্রীপুর থানাসহ দফায় দফায় অভিযোগ দিয়েও বাধ নির্মাণ করতে পারেনি।
বৃষ্টিতে বাধের ভেতর পানি জমে কৃষকদের ধানের জমি তলিয়ে যেতে শুরু করেছে। ফসলী জমি রক্ষায় ও অবৈধ বাধ অপসারণের দাবীতে বুধবার দুপুরে স্থানীয়রা মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় নুরুল আমিন, আ: মান্নান, সিরাজুল হক, তাজুল ইসলাম, সাহাব উদ্দিন, মোসলেম উদ্দিনগং অভিযোগ করে বলেন, কাওসার মোড়ল ও তারসহযোগিরা এলাকার প্রভাবশালী। পেশি শক্তি ও প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে বিলের মুখে বাধ নির্মাণ করেছে। এতে করে ওই বিলের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। তলিয়ে যাবে প্রায় ৩০টি পরিবারের ধানের জমি। বন্ধ হয়ে যাবে বিল থেকে প্রকৃতিক মাছ আহরণ। তারা অবৈধ ভাবে নির্মিত বাধটি অপসারণ দাবী করেন।
অভিযুক্ত কাওসার মোড়ল অবৈধ ভাবে বাধ নির্মাণের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি কারো জমি জবর দখল করে বাধ নির্মাণ করেন নি। অন্যের জমিতে পানি জমলে আমার কিছু করার নেই।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ওহিদুল আবরার জানান, বিলের পানি প্রভাবহ বন্ধ করা সম্পূর্ন বে-আইনী। সরেজমিনে খোঁজ খবর নিয়ে বাধ অপসারনের ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত ত সময়ের মধ্যে সমাধান করা হবে।