
অবৈধ গ্যাস লাইনের রোষানলে বৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন বিপাকে হাজার হাজার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা—————–
মো: শহিদুল ইসলাম
রিপোর্টার :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীরচর থানাধীন বসবাসরত বাড়িওয়ালারা এবং ভাড়াটিয়া পরিবারসহ চরম বিপাকে পড়েছে। আজ ১৯ তারিখ রোজ বুধবার সকাল থেকে কোন ধরনের নোটিশ ছাড়াই বৈধ গ্যাস লাইন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে যার জন্য হাজার হাজার পরিবার না খেয়ে দিনাতিপাত করছে। হঠাৎ করে গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় বৈধ অবৈধ সকল বাড়িওয়ালারা চরম বিপাকে পড়ছে তাদের কথা একটাই কেন তাদেরকে বিনা নোটিশে গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এটাই এখন তাদের মধ্যে ক্ষোভে পরিণত হয়েছে। গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জানতে চাইলে বৈধ এক বাড়িওয়ালা বলেন বৈধ গ্যাস লাইনের অপজিটে অবৈধ গ্যাস লাইন এর সংযোগ কিভাবে আসলো এর যোগ সাজেশে কে বা কারা আছে আছে ? তিনি আরো বলেন এমন করে প্রতিবছরই অবৈধ গ্যাস লাইন এর সংযোগ কেটে দিয়ে পুনরায় সেই গ্যাস লাইন চালু হয় কিভাবে কেই বা চালু করে এর সাথে কে কে জড়িত এগুলো খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান । অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এ টাকাগুলো কার পকেটে যায় কে খায় সেটাই এখন বৈধ গ্যাসলাইন সংযোগ বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের প্রশ্ন। আর এর কি পরিত্রাণ হবে কখনো এমনটাই এখন জনমনে প্রশ্ন। এমন একটি বিশাল এরিয়ার গ্যাস লাইন বন্ধ থাকলে হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে কিভাবে দিনাতিপাত করবে এমনটাই এখন সকলের মনে প্রশ্ন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সরেজমিন জমিন ঘুরে দেখা যায় যে গ্যাস সিলিন্ডারের জন্য গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে প্রচুর পরিমাণ ভির জমিয়েছে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকরা। এ সময় তাদের সাথে কথা বললে তাদের একজন বলেন আমাদের কপাল এমন কেন? যারা বৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন তাদের গ্যাস সংযোগও বন্ধ করে দিয়েছে অবৈধ গ্যাস লাইন সংযোগ এর কারণে কিন্তু একটা জিনিস বের করলেই তো পারতো যে এসব অবৈধ গ্যাস লাইন সংযোগ এর নেপথ্যে কারা কারা জড়িত তাহলেই হয়তো বা এইভাবে আর বৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে হতো না । নাম প্রকাশে অনিচ্ছুক একজন বৈধ গ্যাস লাইন সংযোগ বাড়িওয়ালা বলেন আমরা অনেক কষ্ট করে বৈধ গ্যাস লাইনের সংযোগ এনেছি অথচ কিছু কিছু অফিসাররা অবৈধ গ্যাস লাইনের রমরমা ব্যবসা করে যাচ্ছে এগুলো চিরতরে বন্ধ না করলে ভবিষ্যতেও তারা এভাবেই অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়ে থাকবেন তাই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হোক কেন আজ তাদের কারণে হাজার হাজার বাড়িওয়াল ও ভাড়াটিয়ার এমন বিপদের সম্মুখীন হতে হবে। এমন মিশন থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই যে সকল অফিসার এসব মিশনের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কোন চিকিৎসাই এসব অবৈধ গ্যাস লাইন সংযোগের মত ব্যাধি দূর করা সম্ভব নয় । গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে (০১৯৩৯৯২১১৫৮) তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মো: তহিদুল ইসলাম দৈনিক সরেজমিন বার্তার রিপোর্টারকে বলেন তিতাসের জনসংযোগ শাখায় এই বিষয়ে যোগাযোগ করতে বলেন কিন্তু জনসংযোগ শাখার সাথে যোগাযোগ করার জন্য কোন মাধ্যম না পেয়ে তিতাসের জরুরি নাম্বারে (০৯৬১২৩১৬৪৯৬) কল করা হলে সেখান থেকে জানানো হয় যে স্যার আপনাকে কোন ভাবেই সহযোগিতা করতে পারছিনা।