সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রাট

Logo
Desk Report 2 মঙ্গলবার, ০৩ ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণের জন্য অনুমতি চাইলে ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ ওই ইটভাটায় আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা সরেজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ অবৈধ। ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

ADVERTISEMENT

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্হায় জব্দ করেছে র‍্যাব। এসময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সেবা কার্যক্রমে শেকড় নামক একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেছে। রবিবার …

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …