
চট্টগ্রাম ব্যুরো- দেশ বাচাঁতে অবৈধ সরকারের পদত্যাগের ১দফা দাবিতে আয়োজিত হয়েছে শ্রমিক মেহনতি জনতার মহাসমাবেশ।
রোববার (১৬ জুলাই) চট্টগ্রামের কাজির দেউড়ী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কার্যালয়ের সামনে এই সমাবেশ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বাগত বক্তা ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ.এম. নাজিম উদ্দীন ।
বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আনোয়ার হোসাইন, আবু সুফিয়ান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরও অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ, লুটেরা, অত্যাচারীদের অধীনে নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই।