
মাহবুব আলম, স্টাফ রিপোর্টারঃ
বহুল সমালোচনা ও বিতর্কের জন্ম দেওয়ার পর অবশেষে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেনকে বদলি করা হয়েছে।
আজ ২৫ আগস্ট ২৪, স্বাক্ষরিত মোঃ কামরুল হাসান বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজিপি অ্যাডমিনিস্ট্রেশন এই বদলির আদেশ প্রদান করেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেনকে রংপুর রেঞ্জে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত কুমিল্লায় কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে সাংবাদিক হয়রানী, হুমক ধমকিসহ গুম খুনসহ আরও অনেক অভিযোগ বেশ বিতর্কের জন্ম দেয় ওসি ফিরোজ হোসেন।
একই সাথে সাবেক এমপি বাহারের এর পেটোয়া বাহিনী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগও পাওয়া যায়।
ক্ষমতার পালাবদল হলে ওসি ফিরোজ হোসেন নামে বে নামে একাধিক ব্যাক্তিদেরকে হয়রানিমূলক মামলা দিলে চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজিপিকে অবহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।
তারই ধারাবাহিকতায়, আজ ওসি ফিরোজ হোসেনের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
তার বদলির খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।