
নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যতোক্ষন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা সংবিধান জুডিশিয়ালসহ রাস্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকবে ততোক্ষন পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরে কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিএনপির এক পথ সভায় এসব কথা বলেন তিনি। পথসভা শেষে কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন শাহ এর কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ নেতা কর্মিরা।
এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
মো: ইউসুফ আলী
নাটোর