সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে ও জনগণের জানমান রক্ষার্থে,অনুপ্রবেশকারী নাশকতাকারী ঠেকাতে জেলাপ্রশাসনের কাছে সহযোগিতা চান  বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক আন্দোলন সমন্বয়করা।

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ১০ ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
রাশেদা বিনতে ইসলাম, রিপোর্টার চট্টগ্রাম
আজ বৃহস্পতিবার সকাল ১২ টা নাগাদ চট্টগ্রাম চার্কিট হাউজ এ একটি সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুজ্জামান , অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক টিম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল ও জেলা সমন্বয়ক পুষ্পিতা সহ ১৩জন ছাত্র বিভিন্নভাবে প্রায় ৩০ টির ও বেশি দাবী রাখেন জেলাপ্রশাসক এর প্রতি।সমন্বয়কদের বিভিন্ন দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল-
১/”দেশের বিভিন্ন জায়গা থেকে অবিলম্বে অস্ত্রোদ্ধার করা”
২/ছাত্র আন্দোলন এর ছাত্র পরিচয়ে চাঁদাবাজি বন্ধ করা
৩/দেশ সংস্কার কাজে ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সরঞ্জাম ও পরিবহন নিরাপত্তা দেয়া
৪/গণমাধ্যমকে বিভিন্ন চাপ থেকে ফ্রি করা।
৫/স্থাপনা ভাঙ্গা ও নাম পরিবর্তন এ বাধা দেয়া।
৬/ বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক আন্দোনে শহিদদের স্মৃতি রক্ষার্থে স্থাপনা তৈরি করা।
৭/ পুলিশদের কে ফিরিয়ে এনে থানায় কার্যক্রম শুরু ও নিরাপত্তা জোরদার করা।
৮/আন্দোলনে যারা হয়রানি করেছে বাহিনীসহ গণমাধ্যম এর ফুটেজ দেখে তাদের শাস্তি নিশ্চিত করা।
৯/বাজার মনিটরিং ও সিন্ডিকেট দমনে সহযোগিতা করা।
১০/ শিক্ষার্থীদের জন্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ইত্যাদি।
এইদিকে জেলা প্রশাসক তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,” এমতাবস্থায় যতটুকু সম্ভব তিনি সহযোগিতা করবেন।যেহেতু লোকবল কম তাই শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হয়ে মহানগর ও উপজেলাসহ বিভিন্ন থানায় অবস্থান করা যাতে পুলিশ তাদের নিরাপত্তা জনিত সমস্যায় না ভোগেন।তাছাড়া শিক্ষার্থীরা চায়লে বাহিনীর প্রধানদের  সাথে সাক্ষাৎ করে তাদের প্রত্যাশা বা দাবি রাখতে পারেন”। তাছাড়া দেশের সকল জনগণ ও গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীদের পাশে থাকার এবং জেলা প্রশাসনও তাদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করে।দুপুর ২ টা নাগাদ উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন সমন্বয়ক টিম প্রতিনিধি প্রধান।
সভায় জেলা প্রশাসক এর পক্ষ থেকে অনুরোধক্রমে বলা হয়,বাজার মনিটরিং বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রক্ষার্থে বন্দর সচল জরুরী।  কে পি আই নিরাপত্তা, পুলিশ নিরাপত্তা জরুরী। 999 চালু করে দেয়া এবং হটলাইন এর মাধ্যমে ছাত্র-নাগরিক একসাথেই দেশের সার্বিক পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক ও সমন্বয়ক।
ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …