সাজেদুল হক প্রান্তঃ
ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাধেও যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হাটানোর জন্য যা করতে হয় আমরা করব—————বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন , এদেশের ছাত্র—জনতা যখন কোটা আন্দোলনে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলো, এই আন্দোলন ফ্যাসিবাদিদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদি নেত্রী,যুগের ফেরাউন ,ইতিহাসের নির্মম অত্যাচারযোগ্যের খল নায়িকা শেখ হাসিনা এদেশের ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। সেদিনই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল এবং তাদের শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাধেও যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হাটানোর জন্য যা করতে হয় আমরা করব, প্রয়োজনে আবার শাপলা চত্বর ঘেরাও করবো রক্ত দিব তাও নিজের দেশকে স্বৈরাচার মুক্ত রাখবো।
তিনি আজ আজ (বুধবার) সন্ধ্যায় নরসিংদী কাউরিয়ার পাড়া ঈদগাঁ মাঠে এ গণসমাবেশে এ বক্তৃতা করেন।
খেলাফত মজলিসের নরসিংদী জেলা সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রী সভাপতি শাইখুল হাদীস আল্লামা ইসমাইল নূরপুরী, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুর হক, খেলাফত মজলিসের মাওলানা যুগ্ন মহাসচিব বাংলাদেশ আতাউল্লাহ আমীন, মাওলা আজিজুর রহমান হেলাল, মাওলানা জালার উদ্দিন আহমদ, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী।
সভায় সভা সঞ্চালন করেন, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াছ শেরপুরী।