সাউকি বিপ্লব, নিজস্ব প্রতিবেদকঃ
২৪ মে ২০২৪ রোজ শুক্রবার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি ভবন, কাকরাইল ভিআইপি রোড) ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির আসনে অলংকৃত করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট – ৪ আসনের সংসদ সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান সোহাগ , এমপি, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু গবেষক মেজর (অবসরপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জনাব আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন।
এছাড়াও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপস্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত সহ দেশের উন্নয়নে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ব্যাংকারদের ভূমিকা।
উল্লেখ্য প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৯ঃ১৫ মিনিট হতে। যেখানে অতিথিবৃন্দের আসন গ্রহণ, ফুলের শুভেচ্ছা প্রদান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। ১ মিনিট নীরবতা পালন করা হয় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে।
৩য় দ্বি-বার্ষিক সম্মেলনের স্বাগত বক্তব্য, সম্মেলনের উদ্বোধন, কেন্দ্রীয় প্রতিষ্ঠান কমিটির নেতৃবৃন্দের বক্তব্য, বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য এবং অনুষ্ঠানের সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রথম অধিবেশন এর সমাপ্তি ঘটে।
২য় অধিবেশন শুরু হয় ১: ৫০ মিনিটে সম্মেলনের উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশেষ র্যালির আয়োজনে। দুপুরের খাবার বিতরণ ও সংগ্রহ কার্যাদি সম্পন্ন করে সম্মেলনের ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৩:০০ মিনিট দিকে এবং ভোট গণনা শুরু হয় সন্ধ্যা ৬:০০ মিনিট। নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় সন্ধ্যা ৮:০০ মিনিটের দিকে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি হলেন সোনালী ব্যাংকে এজিএম গাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের এসপিও মনির আমিন।
সন্ধ্যা ৮:৩০ মিনিটে উপস্থিত সকল ডেলিগেটবৃন্দ ব্যাংক কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।