চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের কোতোয়ালির আমতল এলাকার একটি গোডাউন থেকে আনুমানিক ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদন হীন ফেসওয়াশজব্দ করা হয়েছে।
বুধবার (১২জুলাই) সকাল ১১টার দিকে রয়েল টাওয়ার এর তৃতীয় তলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানপরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
উল্লেখ্য যে, এই ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হিমালয়া কোম্পানির নাম -ঠিকানা, বিসিক শিল্প অঞ্চল, জামালপুরলেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না কোন বিএসটিআই এর লোগো। মোবাইল কোর্ট শুরুর খবর পেয়ে সেখানে আসেন হিমালয়া কোম্পানিরচট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি। কিন্তু তিনিও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। এছাড়া ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশ্যে ফেসওয়াশগুলোকে বিদেশী পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখেইংরেজিতে লেখা ছিল।
এছাড়া বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না।এসকল অপরাধে অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউন এর ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক প্রায়২৫ লাখ টাকার অনুমোদন হীন ফেসওয়াস জব্দ করা হয়।
জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযানে সার্বিক সহযোগিতা করে কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর নয়ন চৌধুরী এবং বিএসটিআইয়েরইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান।