
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি
নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন এবং বিক্রয় করার অপরাধে দুটি কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই।এসময় কারখানা দুটি মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ৩৫ হাজার টাকা জরমিনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানায়, বিএসটিআই হতে মান যাচাই এবং সিএম লাইসেন্স না নিয়েই ড্রিংকিং ওয়াটার তৈরী করে বাজারজাত করে আসছি শহরের মল্লিকহাটি এলাকার সুলতান আহমেদ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিজু তামান্না’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অপর একটি অভিযানে একই এলাকায় ফেন্সি বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়। এসময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।