
নুর আহাম্মদ মিলন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক পিপিএম, মেডিকেল অফিসার জনাব বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।