
মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজার শাখার শাখা ব্যবস্হাপক সুমন বিশ্বাসের বদলি জনিত বিদায় সংবর্ধনা ও নতুন শাখা ব্যবস্হাপক সিরাজুল ইসলাম এর বরন সভা অনুষ্ঠিত।
আজ বিকাল ৫:০০ ঘটিকায় অগ্রনী ব্যাংকের বেরইল পলিতা শাখায় মোঃ তুরাফ বিশ্বাসের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র শাখার সিসি পার্টি মোঃ ফজলুর রহমান, মোঃ ইসলাম, অগ্রণী ব্যাংক বেরইল পলিতা শাখার সিনিয়র অফিসার মোঃ রাজ্জাক হোসেন, উক্ত শাখার সেকেন্ড অফিসার মো: জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
অত্র শাখায় নতুন যোগদান কৃত শাখা ব্যবস্হাপক মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি এই শাখাতে পূর্বেও চাকুরী করে গেছি তখন এই শাখায় এতো ভালো গ্রাহক ও অবস্হা ছিল না। আমার বন্ধুবর সহকর্মী সুমন বিশ্বাস এই শাখায় দায়িত্ব নেওয়ার পর থেকে শাখা লাভের মুখ দেখতে পেরেছে তার অক্লান্ত পরিশ্রম মেধা আপনারা যারা আজকে ব্যাংকের প্রান উপস্হিত আছেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়। তাই আপনারা আমাকে সুমন এর জায়গায় স্হান দিবেন যেন আমি তার মত করে আপনাদের কে সেবা দিতে পারি।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী ব্যাবস্হাপক সুমন বিশ্বাস আবেগ আপ্লুত কন্ঠে বলেন আজকে আপনাদের কে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও যেতে হবে। আমার কোন ভাই বোন নাই আপনাদের আমি কখনও গ্রাহক মনে করি নাই ভাই বোন মনে করে ব্যাংকের স্বার্থ অক্ষুন্ন রেখে আপনাদের কে সেবা দেওয়ার চেষ্টা করেছি, আমাকেও আপনারা সেভাবেই দেখেছেন তাই মানুষ ভুলের উর্ধে নয় আমিও তো মানুষ, যদি কখনও ব্যাংকের স্বার্থে আপনাদের সেবার জন্য কোন অন্যায় বা ভূল ত্রটি করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আামার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি। সভাপতি মোঃ তুরাফ বিশ্বাসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।