
চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামে রিকশা চালিয়ে যাওয়ার সময় উপর থেকে বৈদ্যুতিক তার পড়ে মো. জাহেদ আলী (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারালে জেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে আর্থিক ক্ষতিপূরণ পান নিহতের পরিবার।
সোমবার (৫জুন) দুপুরে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা হুছাইন মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত ৫ লাখ টাকা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে নিহত ব্যক্তির পিতা মো. মাহাতাব আলী ও স্ত্রী মোছা. উম্ম কুলছুমের নামে চট্টগ্রামে সোনালী ব্যাংক, কোর্ট হিল শাখায় ৫ লাখ টাকার এফডিআর খোলা হয়েছে। জেলা প্রশাসক চট্টগ্রামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল নিহত ব্যাক্তির পরিবারের মাঝে এফডিআর এর কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, (১৪মে) চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় আকস্মিকভাবে বৈদ্যুতিক তার পড়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মাহাতাব আলীর ছেলে জাহেদ আলী প্রাণ হারায়। পরবর্তীতে চট্টগ্রামের জেলা প্রশাসক এর তৎপরতায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিভাগ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হবে বলে আশ্বস্ত করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক এর বাস্তবায়ন করা হয়।