গোয়ালন্দ পৌর এলাকায় নজরুল মন্ডলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
শেখ মমিন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায়, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ নজরুল ইসলাম মন্ডলের পক্ষ থেকে বন্যায় পানি বন্দী মানুষের মাঝে পবিত্র ঈদুল আয্হা উপলক্ষ্যে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার, পৌরসভার ২ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডে, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ নজরুল ইসলাম মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে, বন্যায় পানি বন্দী পরিবাবের মাঝে চাউল, সেমাই, চিনি, ডাল, সাবান ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন: গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী মোল্লা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- এনামুল হক লিটন, পৌর আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি- লুৎফর রহমান, সাধারণ সম্পাদক- মজি কাজী, পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি- লতিফ শেখ, সাধারণ সম্পাদক- পিন্টু সাহা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম সালু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক- টিটন সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক- সাব্বির খান মুন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি- মোঃ তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি- রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক- আকাশ সাহা, সহ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে, এ সময় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, মহামারী করোনার মধ্যে টানা করোনা যুদ্ধে কাজ করে যাচ্ছি গোয়ালন্দ পৌরসভার ৯ টি ওয়ার্ডেই, তারি ধারাবাহিকতায় পানি বন্দী মানুষের মাঝে ও পবিত্র ঈদুল আয্হা উপলক্ষ্যে ৩০০ জন পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং গোয়ালন্দ পৌরবাসীকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা সহ ও সামাজিক সচেতনতা মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘায়ু কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital