হাফেজ নজরুল, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রবিবার ২৮শে জুন ৬২টি নমুনার ফলাফলে নতুন করে ২৭ জন করোনায় পজেটিভ শনাক্ত হয়েছে। তারমধ্যে পূর্বের আক্রান্ত ১১ জনের নেগেটিভ রিপোর্ট আসায় নতুন করে সুস্থ্য ঘোষিত হয়েছেন ১১ জন।
মুরাদনগরে নতুন করে করোনায় আক্রান্তরা হলেন: রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ এক হিন্দু যৌথ পরিবারের নারী-পুরুষ ও শিশুসহ ১০ জন, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব ১ জন, নবীপুর গ্রামে ১ জন, ইউএনও কার্যালয়ের কর্মচারী ২ জন, উত্তরা ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ১ জন, ব্রাক এনজিও মুরাদনগর ও নহল চৌমুহনীর ২ জন, পান্তি গ্রামে ৩ জন, হায়দারাবাদ গ্রামে ১ , করিমপুর গ্রামে ১, পাঁচকিত্তা গ্রামে ১, স্বাস্থ্যকর্মী জয়নগর গ্রামের ১ জন, শুশুন্ডা ১ জন, নিমাইকান্দি ১, মুরাদনগর সদরে ১ জনসহ মোট ২৭ জন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ২৮ জুন পর্যন্ত উপজেলা থেকে ১৩১০ জনের নমুনার মধ্যে ১২১৭ জনের নমুনার ফলাফলে মোট ২৪৪ জনের করোনা শনাক্ত হয়। এতে সুস্থ্য হয়েছেন ১৪৩ জন এবং করোনায় ভাইরাস নিয়ে মৃত্যুবরণ করেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৮ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায় এবং ৩ জনের নমুনার সংগ্রহ করার পর মারা যায়।
মুরাদনগর উপজেলায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১১ জন। তাঁরা হলেন: মুরাদনগর সদরে মোঃ বাচ্চু মিয়া (৫৫), নাগেরকান্দি গ্রামের মোঃ নাসির (৩৪), নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের আব্দুল খালেক (৬৫), জেসমিন বেগম (৪৫), আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৭৩), যাত্রাপুর গ্রামের প্রদীপ চন্দ্র সূত্রধর (৪৭), ভবানীপুর গ্রামের বাবুল মিয়া (৪৮), মাহেরা খাতুন (৫৫), বাবুটিপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবুল বাশার (৬২), রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জশমন্তপুর গ্রামের আব্দুল বাতেন (৬৭) এবং পাহাড়পুর গ্রামের মতিন মিয়া (৬৫)।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital