গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোঃ নিজাম তালুকদার, রিপোর্টার, সরেজমিন বার্তাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছেন পাংশা থানা পুলিশ। মঙ্গলবার (০৫ জুলাই) এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (০৪জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে আরিফুল ইসলাম (৩৩) এর কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, অপর আসামি হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী বাহিনীর প্রধান ওহাব এর সেকেন্ড ইন কমান্ড আশরাফুল মন্ডল (আশা) কে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই আশরাফুল মন্ডলের নামে পাংশা থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital